স্টক রম ফ্ল্যাশ করার পদ্ধতি [ ফুল টিউটোরিয়াল ]

নানা কারনে আপনার স্মার্ট ফোনটি ব্রিক করতে পারে ।। তখন স্টক রম ফ্ল্যাশ করতে হয় ।। আজকে এই পোস্টে দেখানো
হবে কিভাবে সহজেই রম ফ্ল্যাশ দেয়া যায় ।।
যা যা লাগবেঃ
১. SP Flash Tool
২. আপনার মোবাইলের ড্রাইভার ইন্সটল থাকতে হবে আপনার পিসি তে ।

যেভাবে স্টক রম ফ্ল্যাশ করবেনঃ
১. প্রথমে USB Driver ইন্সটল করে নিন ।।
২. ফোনটি অফ করে ব্যাটারি খুলে ফেলুন ।
Power-Off-Android

৩.  স্টক রমটি এক্সট্রাক করে নিন ।
৪.  SP Flash Tool ডাউনলোড করুন
৫.  SP Flash Tool ফোল্ডারের থেকে sp tool.exe ওপেন করুন ।

Open-Flash-Tool
৬. Scatter-loading এ ক্লিক করে scatter_emmc.text ফাইলটি সিলেক্ট করুন
Locate-Scatter-File

৭. এবার দেখুন sp tool এর নিচে সব গুলো option টিক দেওয়া আছে কি না । না থাকলে সব গুলো option টিক দিয়ে দিন
Begin-Stock-Rom-Flash-Process
৮. Firmware->Upgrade এ ক্লিক করুন ।
Begin-Stock-Rom-Flash-Process
৯. মোবাইল বন্ধ করে ব্যাটারি খুলে ফেলুন আর USB cable দিয়ে পিসির সাথে কানেক্ট করুন ( আপনার ফোনটি কম্পিউটার এ সংযোগ দিতে ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটন প্রেস করুন )
১০. সবকিছু ঠিক মত করলে অটো ফ্ল্যাশ শুরু হবে ।
১১. ঠিক মত ফ্ল্যাশ হয়ে গেলে সবুজ গোল সিগন্যাল দেখাবে ।
Green-Ring-in-Smart-Phone-Flash-Tool

১২. এবার sp tool ভাল ভাবে close করে usb ডিসকানেক্ট করুন ।
১৩. ফোন on করুন । প্রথম অবস্থায় মোবাইল চালু হতে ৫/৬ মিনিটের মত সময় নিবে ।
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. xdabd - All Rights Reserved
Template Created by হোছাইন আহম্মদ