ROOT TUTORIAL: রুট করুন আপনার WALTON PRIMO N1/PRIMO X1

অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটের অন্যতম প্রধান সুবিধা হলো এর রুট অ্যাক্সেসের সহজলভ্যতা। একেক ডিভাইসের ক্ষেত্রে একেক রকম হলেও মূলত প্রায় সব অ্যান্ড্রয়েড ডিভাইসই রুট করা যায়। আর রুট অ্যাক্সেস পাওয়ার মাধ্যমে ডিভাইসের প্রস্তুতকারক যেসব বাধার সৃষ্টি করে রাখেন সেগুলো অতিক্রম করে ডিভাইসের আসল অভিজ্ঞতা পাওয়া সম্ভব হয়। এগুলোর মধ্যে রয়েছে ডিভাইস ওভারক্লক/আন্ডারক্লক করা, কাস্টম রম ব্যবহার করা, ইন্টারনাল স্টোরেজ বাড়ানো ইত্যাদি।
কিন্তু এসব করতে হলে আগে রুট অ্যাক্সেস পেতে হবে। ওয়াল্টন প্রিমো এন১ ও এক্স১ ব্যবহারকারীদের মধ্যে কেউ যদি তাদের ডিভাইস রুট করতে চান, তাহলে আজকের নতুন এই টুলটি কাজে লাগবেই।
তবে রুট করতে যাওয়ার আগে কিছু বিষয় জেনে নেয়া উচিৎ। এগুলো হলোঃ

জেনে নেয়া প্রয়োজন

  • রুট কী ও কেন
  • রুট করলে ফোনের ওয়ারেন্টি চলে যাবে।
  • এই টুলটি অ্যান্ড্রয়েড কথন বা সংশ্লিষ্ট কেউ তৈরি করেনি। তাই নিজ দায়িত্বে অনুসরণ করবেন।
  • প্রয়োজনেঃ ওয়াল্টন প্রিমো এন১ ও এক্স১-এর ড্রাইভার, ফার্মওয়্যার ও ফ্ল্যাশটুল। রুট করতে প্রয়োজনীয় নয় তবে রুটের পর অ্যাডভান্সড কাজ করতে গিয়ে ঝামেলা বাঁধালে মূল ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে কাজে লাগবে।
  • এটি কেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করবে। (উইন্ডোজ ৭/৮)

রুট করার পালা

ওয়াল্টন প্রিমো এন১ ও এক্স১ রুট করার পদ্ধতি একই। তাই আপনার ডিভাইস যেটিই হোক না কেন, প্রথমে নিচের ফাইলটি ডাউনলোড করে নিন।

কীভাবে রুট করবেন

ফাইলটি ডাউনলোড করলে এতে দু’টি ফোল্ডার পাবেন। এর একটি ফোল্ডারে দেয়া আছে ইউএসবি ড্রাইভারস এবং অন্যটিতে রয়েছে মূল অ্যাপ্লিকেশন। রুট করার আগে প্রথমবার ইউএসবি ড্রাইভার ইন্সটল করতে হলে usb_drivers ফোল্ডারে থাকা  android_winusb ফাইলটিতে রাইট ক্লিক করুন এবং ইন্সটল-এ ক্লিক করুন।
এবার ফোন থেকে সেটিংস -> ডেভেলপার অপশনস -> ইউএসবি ডিবাগিং চেকবক্সটিতে চেক দিন। এবার আপনি মূল অ্যাপ্লিকেশনটি রান করতে পারেন।
অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটি দেখতে নিচের মতো। সাধারণ সফটওয়্যার ইন্সটলের মতোই এতে নেক্সট বাটন চেপে পরবর্তী ধাপসমূহে যেতে পারবেন।
walton primo root
প্রথম স্ক্রিনেই রুট সংক্রান্ত যাবতীয় সতর্কতা দেয়া রয়েছে। রুট করার চেষ্টা করার আগে অবশ্যই সেগুলো পড়ে নিবেন।
walton primo root
পরবর্তী পদক্ষেপে আপনার কম্পিউটারে ইউএসবি ড্রাইভার ইন্সটল করা আছে কি না তা নিশ্চিত করতে বলা হবে।
walton primo root
এরপরের স্ক্রিনে পাবেন ইউএসবি ডিবাগিং চালু করার বার্তা। যেহেতু আমরা ইতোমধ্যেই সেটাও করেছি, কাজেই নেক্সট বাটনে ক্লিক করুন।
walton primo root
এবার ফোনটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে পিসিতে কানেক্ট করুন এবং ভেরিফাই ডিভাইস কানেক্টিভিটি বাটনে ক্লিক করুন। ডিভাইস স্ট্যাটাস অনলাইন দেখালে নেক্সট বাটন চাপুন।
walton primo root
এবার রুট বাটনে ক্লিক করার পালা।
walton primo x1 root
রুট বাটনে ক্লিক করলে আপনার ফোনে রুটিং প্রসেস শুরু হবে এবং শেষ হলে একটি কনফার্মেশন বার্তা পাবেন।
walton primo n1 root
walton primo x1 root
সবশেষে ফোন রুট হয়েছে কি না তা ভেরিফাই করতে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখতে পারেন।
root walton primo
এ পর্যায়ে আপনার ফোনটি রুট অ্যাক্সেস পেয়েছে। এবার আপনি বিভিন্ন রুট অ্যাপ্লিকেশন (যেমন পিম্প মাই রম) ব্যবহার করতে পারবেন কিংবা ডেভেলপার হলে অ্যাডভান্সড কাজও করতে পারবেন।
আপনার ওয়াল্টন প্রিমো এন১/এক্স১ রুট করার কথা ভাবছেন কি? কেন/কেন না, মন্তব্যের ঘরে আমাদের জানান।
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. xdabd - All Rights Reserved
Template Created by হোছাইন আহম্মদ