কিভাবে রুট করতে হবে Samsung Galaxy S III

 হ্যালো ড্রয়েড বন্ধুরা… কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো… আমার আগের পোস্ট এ দেখিয়েছি কিভাবে সামসাং গ্যালাক্সি এস ২ রুট করতে হয়। আজ আমরা দেখবো কিভাবে এস ৩ রুট করতে হয়। আমি আগেই বলে নিচ্ছি রুট করলে আপনার ডিভাইস এর ওয়ারেন্টি হারাবেন। সুতরাং ভেবে চিন্তে আমার সাথে আগান।
root samsung galaxy s3


** মেইক সিউর আপনার ডিভাইস এর মডেল ও ফার্মওয়ার- Galaxy S3 I9300 on Official Android 4.1.2 XXEMB5 Jelly Bean Firmware ** সম্পূর্ণ নিজ দায়িত্তে রুট করবেন,কোন প্রকার ড্যামেজ এর জন্যে বিডি ড্রয়েড দায়ী থাকবে না। ** আপনার মোবাইল এর ওয়ারেন্টি হারাবেন
রুট করার আগে যা যা লাগবে
** আপনার মোবাইল এর ড্রাইভার আপনার কম্পিউটার এ ইন্সটল করা থাকতে হবে। না থাকলে ডাউনলোড করুন এই লিংক থেকে– ডাউনলোড 
** মেইক সিউর USB  ডিবাগিং মুড অন করা আছে। অন করতে - [Press Menu>> Settings>> Applications. From there navigate and click on Development option and ensure the USB Debugging Mode is turned on.]
** রুট করার আগে আপনার ডিভাইস এর ব্যাকআপ করে নিতে পারেন। এটা আপনার জন্যই ভালো।
** মোবাইল টি ফ্যাক্টরি আনলকড হতে হবে। নাইলে রুট করার পর ঝামেলায় পরতে পারেন।
** মোবাইল ব্যাটারি ৮০% এর মতো অথবা বেশি থাকা ভালো।
** আবারও বলে নিচ্ছি ওয়ারেনটি হারাবেন রুট করলে।
তাহলে এবার দেখি কিভাবে করতে হবে– root Galaxy S3 I9300 on Android 4.1.2 XXEMB5 Jelly Bean  
*** ডাউনলোড করুন- CF-Auto-Root-SGS3-v6.4.zip ফাইল টি আপনার কম্পিউটার এ এবং এক্সট্র্যাক্ট করুন।
*** এবার ডাউনলোড করুন  Odin v1.85 যেটা জেলিবিন ফার্মওয়্যার ইন্সটল এ হেল্প করবে।
*** এবার আপনার মোবাইল টি অফ করুন। তারপর ডাউনলোড মুড এ যেতে হবে। কিভাবে যেতে হয় অনেকেই জানেন। না জানলেও বলে দিচ্ছি…
ডাউনলোড মুড এ যাওয়ার জন্যে ভলিউম বাটন টি প্রেস করে ধরে রাখুন,এবার হোম ও পাওয়ার বাটন প্রেস করে ধরুন কিছুক্ষন যতক্ষণ না পর্যন্ত এনড্রয়েড লোগো টি দেখতে না পান স্ক্রিন এ। এবার আবার পাওয়ার বাটন এ প্রেস করে ডাউনলোড মুড এ প্রবেশ করুন। একবারে না হলে আবার ত্রাই করুন
*** এবার ওডিন টি রান করুন কম্পিউটার এ ।
*** এবার আপনার মোবাইল টি USB Cable দিয়ে কম্পিউটার এ কানেক্ট করুন। যদি ঠিক মতো কানেক্ট হয় তাহলে তাহলে  ID:COM বক্স টি হলুদ হবে ও কম্পিউটার এর পোর্ট নাম্বার দেখাবে যেটা দিয়ে কানেক্ট করেছেন। এই স্টেপ টা একটু টাইম নিবে।
*** ওডিন এ  PDA তে ক্লিক করুন ও CF-Auto-Root-SGS3-v6.4.tar ফাইল টি সিলেক্ট করুন যেটা প্রথমে ডাউনলোড করতে বলা হয়েছে।
*** মেইক সিউর Auto Reboot ও F.Reset Time options সিলেক্ট করা আছে ওডিন এ।
*** এবার উপরের সব স্টেপ গুলো ডাবল চেক করুন। যদি সব ঠিকঠাক থাকে তারপর স্টার্ট এ ক্লিক করুন ওডিন এর। তারপর ইন্সটল পর্ব শুরু হবে যা একটু টাইম নিবে।
*** ইন্সটল শেষ হলে আপনার মোবাইল টি রিস্টার্ট নিবে অটোমেটিক। রিস্টার্ট এর পর হোম স্ক্রিন আসলে পিসি থেকে ক্যাবল টি খুলে ফেলুন।
*** এইতো হয়ে গেলো!!! আপনার এস ৩ এখন রুটেড!! চেক করুন রুট চেকার সফটওয়্যার দিয়ে…
****** যদি চেক করার পর দেখেন যে হয়নি তার মানে কোন একটি স্টেপ সঠিক ভাবে হয় নি, আবার ত্রাই করুন প্রথম থেকে অথবা অন্য কার সাহায্য নিন। *****

এই পোস্ট নিয়ে আর লিখার দরকার নেই। সুতরাং এবার আপনি আপনার মোবাইল টি রুট করে ফেলুন। আর সাহায্য লাগলে কমেন্ট করুন।


Share this article :

Post a Comment

 
Copyright © 2014. xdabd - All Rights Reserved
Template Created by হোছাইন আহম্মদ