শিরোনাম পড়ে হয়তো ভাবছেন রুট করবো অথচ সময় লাগবে মাত্র ১ মিনিট !
কিভাবে সম্ভব! এই অসম্ভবকে সম্ভব করতেই নিচের instruction গুলো ফলো করুন 
কিভাবে সম্ভব! এই অসম্ভবকে সম্ভব করতেই নিচের instruction গুলো ফলো করুন 
বিঃ দ্রঃ রুট করবেন নিজ দায়িত্তে, রিস্ক না নিতে চাইলে ভুলেও হাত দিবেন না।
প্রথম ধাপ
- প্রথমে Iroot.apk টি নামান। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
- অ্যাপটি ইনষ্টল করার সময় আপনার কাছে পারমিশন চাবে। আপনি Install Anyway দিয়ে দিবেন

- ডাউনলোড হয়ে গেলে আ্যপটি ওপেন করুন।

দ্বিতীয় ধাপ
- ডেটা/ওয়াইফাই অন করুন।
- সিউর হন যে অাপনার পর্যাপ্ত এমবি আছে। কারন ৫-১০ এমবির মত লাগবে।
- তারপর Root now এ ক্লিক করুন।
তারপর কিছুক্ষন সময় নিবে।
হয়ে গেলো রুট। এবার রুটের মজা নিন
Post a Comment